বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

১০ জনের দল নিয়েও বেনফিকার মাঠে ১-০ গোলে বার্সেলোনার জয়


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৬ মার্চ ২০২৫, ০১:২৮ দুপুর

এক জন বেশি থাকার সুবিধা কাজে লাগিয়ে বার্সেলোনাকে আক্রমণের বন‍্যায় ভাসিয়ে দিতে চাইল বেনফিকা। তৈরি করল অসংখ‍্য সুযোগ। কিন্তু চীনের প্রাচীর হয়ে থাকা ভয়চেখ স্ট‍্যান্সনির প্রতিরোধ ভাঙতে পারল না তারা। উল্টো নিজেদের ভুলেই হজম করে বসল গোল। ১০ জনের দল নিয়ে মরণপণ লড়াইয়ে জিতে গেল বার্সেলোনা।

চ‍্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলার প্রথম লেগে বুধবার রাতে ১-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে নিজের ২৫তম গোলে ব‍্যবধান গড়ে দিয়েছেন রাফিনিয়া।

বার্সেলোনার হয়ে ক‍্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখে ২২তম মিনিটে মাঠ ছাড়েন তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সি। বাকি সময়ে চোয়লবদ্ধ প্রতিজ্ঞায় রক্ষণ সামলে দারুণ এক জয় তুলে নিল বার্সেলোনা।

বল দখলে রাখা, গোলের জন‍্য শট নেওয়া ও লক্ষ‍্য রাখা- এই তিন সূচকে একই সঙ্গে বার্সেলোনাকে ছাড়িয়ে যাওয়া কোনো দলের জন‍্যই সহজ নয়। কুবার্সির লাল কার্ড বেনফিকাকে সেই পথ করে দেয়। কিন্তু গোলমুখে ব‍্যর্থতায় আসল কাজটি করতে পারেনি স্বাগিতকরা।

প্রথম পর্বে দুই দলের ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই যেন শুরু হয় এবারের লড়াই। ২০ সেকেন্ডের মাথায় প্রথম সুযোগ তৈরি করে বেনফিকা। কেরেম আকতুর্কোগ্লুর শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন স্ট্যান্সনি।

প্রথম মিনিটে আরেকটি সুযোগ পায় বেনফিকা। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির হেড প্রতিহত হয় বার্সেলোনার রক্ষণে।

পরের মিনিটে প্রথম সুযোগ তৈরি করে বার্সেলোনা। রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে একটুর জন্য বাঁকানো শট লক্ষ্যে রাখতে পারেননি দানি ওলমো।

নবম মিনিটে কুবার্সির হেড ঠেকিয়ে দেন বেনফিকা গোলরক্ষক আনাতোলি ত্রুবিন। তিন মিনিট পর কয়েক সেকেন্ডের ব্যবধানে তিনি ব্যর্থ করে দেন ওলমো, রবের্ত লেভানদোভস্কি ও লামিনে ইয়ামালের তিনটি শট।

ষোড়শ মিনিটে শট লক্ষ্যে রাখতে পারেননি ভানজেলিস পাভলিদিস। ছয় মিনিট পর তাকে ঠেকাতে গিয়ে মরিয়া চেষ্টায় ফাউল করে বসেন কুবার্সি। তরুণ ডিফেন্ডারকে সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান রেফারি।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৬৫ ম্যাচের ক্যারিয়ারের এবারই প্রথম এই অভিজ্ঞতা হলো কুবার্সির। চ্যাম্পিয়ন্স লিগে তার (১৮ বছর ৪২ দিন) চেয়ে কম বয়সে লাল কার্ড দেখেছেন কেবল সেলেস্তিন বাবাইয়ারো (১৬ বছর ৮৬ দিন)।

সেই ফ্রি কিক থেকে গোল প্রায় পেয়েই যাচ্ছিল বেনফিকা। ওরকুন কোকুর ফ্রি কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন স্ট্যান্সনি।

রক্ষণ মজবুত করে নিতে ২৮তম মিনিটে ওলমোর জায়গায় রোনাল্দ আরাউহোকে নামান ফ্লিক। পুরোপুরি রক্ষণে গুটিয়ে না গিয়ে এক জন কম নিয়েও আক্রমণাত্মক ফুটবলে লড়াই চালিয়ে যায় বার্সেলোনা।

তবে একজন বেশি থাকার সুবিধা ও গতিময় ফুটবলে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে বার্সেলোনার রক্ষণে প্রবল চাপ তৈরি করে বেনফিকা। প্রথমার্ধের শেষ দিকে সফরকারীদের তাদের অর্ধ থেকেই বের হতে দেয়নি তারা।

৪৩তম মিনিটে খুব কাছ থেকেও তৎপর স্ট্যান্সনিকে পরাস্ত করতে পারেননি আকতুর্কোগ্লু। হাত ছড়িয়ে হেড ঠেকিয়ে বার্সেলোনাকে সমতায় রাখেন অভিজ্ঞ গোলরক্ষক।

প্রথমার্ধে ৬০ শতাংশ সময় বল দখলে রেখে আটটি শট নেয় বার্সেলোনা, এর চারটি ছিল লক্ষ‍্যে। এই সময়ে বেনফিকা ১১ শটের তিনটি রাখতে পারে লক্ষ‍্যে।

দ্বিতীয়ার্ধেও গোলের জন‍্য প্রথম শট বেনফিকাই নেয়। ৪৭তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে গড়ানো শটে স্ট‍্যান্সনিকে চমকে দিয়েছিলেন কোকু। অনেক দেরিতে বল দেখতে পেলেও ঠিকঠাক ঝাঁপিয়ে বল নিয়ন্ত্রণে নেন বার্সেলোনা গোলরক্ষক।

তিন মিনিট পর ছয় গজ দূর থেকে উপর দিয়ে মেরে দারুণ সুযোগ হাতছাড়া করেন পাভলিদিস।

৫১তম মিনিটে ফের বার্সেলোনার ত্রাতা স্ট‍্যান্সনি। ফেডরিক অরসেন্সের শট ঝাঁপিয়ে কোনোমতে ফেরান পোলিশ গোলরক্ষক। ফিরতি বলে শট নিতে পাভলিদিসকে ছুটে আসতে দেখে পা বাড়িয়ে কোনোমতে নাগালের বাইরে পাঠান তিনি!

৬১তম মিনিটে বেনফিকার উপহার কাজে লাগিয়ে বার্সেলোনাকে এগিয়ে নেন রাফিনিয়া। স্বাগতিকদের অর্ধে আন্তোনিও সিলভার একটি দুর্বল ব‍্যাক পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের বাইরে থেকে গতিময় শটে পোস্ট ঘেঁষে জালে পাঠান তিনি।

ছন্দে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চলতি আসরে এটি নবম গোল।

একের পর এক আক্রমণ করে গেলেও সেভাবে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না বেনফিকা। ৭৭তম মিনিটে ডি বক্সে বল পেয়ে শট নেন আকতুর্কোগ্লু। ম‍্যাচে তৃতীয়বারের মতো তার শট ঠেকিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক।

৮২তম মিনিটে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। ডি বক্সে আন্দ্রেয়া বেলোত্তিকে ফাউল করে বসেছিলেন স্ট‍্যান্সনি। কিন্তু আক্রমণের শুরুতে ইতালিয়ান ফরোয়ার্ড অফসাইডে থাকায় ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত পাল্টান রেফারি।

যথেষ্ট সময় থাকলেও তাড়াহুড়ায় শট নিতে গিয়ে বেশিরভাগ সময়ই লক্ষ‍্য খুঁজে পাচ্ছিল না বেনফিকা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সেটা পারেন রেনাতো সানচেস। কিন্তু আরও একবার চমৎকার রিফ্লেক্সে ঝাঁপিয়ে স্বাগতিকদের হতাশ করেন স্ট‍্যান্সনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত