বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

২-১ গোলের ব্যবধানে আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৫ মার্চ ২০২৫, ১২:১৯ দুপুর

রদ্রিগোর অসাধারণ নৈপুণ্যে ম্যাচের শুরুটা কী দুর্দান্তই না হলো রেয়াল মাদ্রিদের! যদিও সেই দাপট দ্রুতই হারিয়ে ফেলল তারা। ঘুরে দাঁড়িয়ে লড়াই জমিয়ে তুলল আতলেতিকো মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত ম্যাচটি জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে একটু এগিয়ে রইল কার্লো আনচেলত্তির দল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ২-১ গোলে জিতেছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।

দুই দলের তিনটি গোলই ছিল চোখধাঁধানো। রদ্রিগোর গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই সমতা টানেন হুলিয়ান আলভারেস। তবে দ্বিতীয়ার্ধে ব্রাহিম দিয়াস আবার রেয়ালকে এগিয়ে নেওয়ার পর আর সেটা শোধ করতে পারেনি আতলেতিকো।

রেয়াল বেতিসের বিপক্ষে ঘরোয়া লিগে ওই ২-১ গোলে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর অভিযানে শুরুটা অসাধারণ হয় রেয়াল মাদ্রিদের। চতুর্থ মিনিটে দারুণ থ্রু পাস বাড়ান ফেদেরিকো ভালভের্দে, গতিতে প্রতিপক্ষের একজনকে পেছনে ফেলে বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে আরেক ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে চমৎকার শটে দলকে উচ্ছ্বাসে ভাসান রদ্রিগো।

কিছুক্ষণের মধ্যে আবারও সতীর্থের পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন রদ্রিগো। তবে এবার ডিফেন্ডার হাভি গালানের চ্যালেঞ্জর মুখে পড়ে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পেনাল্টির জোরাল দাবি উঠলেও সাড়া দেননি রেফারি।

বল পায়ে এদুয়ার্দো কামাভিঙ্গাকে কাটিয়ে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকেই শট নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড, ঝাঁপিয়েও বলের নাগাল পাননি থিবো কোর্তোয়া, শেষ মুহূর্তে সামান্য বাঁক খেয়ে পোস্টের ভেতরে লেগে বল জালে জড়ায়।

দারুণ শুরুর পর রেয়ালের খেলায় গতি কমে যায়। গোল হজমের পর যেন আরেকটু ঝিমিয়ে পড়ে তারা। বিরতির ঠিক আগে একটি হাফ-চান্স আসে; কিন্তু দুরূহ কোণ থেকে ভালভের্দের দুর্বল শট ঠেকাতে একটুও বেগ পেতে হয়নি গোলরক্ষকের।

৫৩তম মিনিটে বিপদে পড়তে পারতো রেয়াল, বক্সে ফাঁকায় বল পেয়ে যান রদ্রিগো দে পল; কিন্তু বল পায়েই রাখতে পারলেন না এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

দুই মিনিট পরই শাণানো পাল্টা আক্রমণে আবার এগিয়ে যায় রেয়াল মাদ্রিদ। ফেরলঁদ মঁদির ছোট পাস ধরে ডি-বক্সে ঢুকে, দুজনকে কাটিয়ে প্রতিপক্ষের পাঁচ জনের মাঝ দিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন দিয়াস।

পাঁচ মিনিট পর কোর্তোয়ার নৈপুণ্যে বেঁচে যায় রেয়াল; গ্রিজমানের কোনাকুনি ঝাঁপিয়ে রুখে দেন বেলজিয়ান গোলরক্ষক। পরের মিনিটে আতলেতিকোর হোসে মারিয়া হিমেনেসের শট ক্রসবারের একটু ওপর দিয়ে চলে যায়।

তিন মিনিট যোগ করা সময়ে দারুণ দুটি আক্রমণ শাণায় রেয়াল; কিন্তু একটিও কাজে লাগাতে পারেনি তারা। বক্সের বাইরে থেকে লুকা মদ্রিচ গোলরক্ষক বরাবর শট নেওয়ার পরের মিনিটে প্রতি-আক্রমণে ভিনিসিউসের প্রচেষ্টা রক্ষণে ভেস্তে যায়।

এবারের লা লিগায় দুটি মাদ্রিদ ডার্বিই শেষ হয় ১-১ স্কোরলাইনে। সেখানে এবার ছন্দে থেকে খেলতে এসেও হেরে গেল আতলেতিকো। তবে এই লড়াইয়ের ফিরতি লেগ নিজেদের মাঠে হওয়ায় ঘুরে দাঁড়ানোর যথেষ্টও আশাও আছে তাদের।

আগামী বুধবার ওয়ান্দা মেত্রোপলিতানোয় মাঠে গড়াবে ম্যাচটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত