সিএনজি চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

আরবান ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৩ দুপুর

রাজধানীতে প্রবেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিএনজি চালকদের সড়ক অবরোধের জন্য ভোগান্তিতে পড়েছে কর্মব্যস্ত মানুষেরা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শনির আখড়া এলাকার এক ভিডিও চিত্রে এই দৃশ্য দেখা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলমগীর হোসেন নামের এক ব্যক্তি একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে শত শত মানুষ হেটে রাজধানীতে প্রবেশ করছেন। অপর পাশে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে কুমিল্লা অভিমুখের রাস্তায় যানবাহন স্থির হয়ে দাড়িয়ে আছে।
আলমগীর হোসেন জানান, রাজধানীর প্রবেশের শনির আখড়া এলাকায় সিএনজি চালকরা রাস্তা অবরোধ করে রেখেছে।
সিএনজি চালকদের দাবি, সিএনজির জমা হ্রাস ও মিটারের ভাড়া বৃদ্ধির করার জন্য তাদের এই অবরোধ।
তারা আরও জানান, নতুন একটি আদেশ করেছে যে, মিটার অনুসারে ভাড়া না নিলে ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের জেল দিবে। কিন্তু মিটার অনুসারে ভাড়া নিলে আমরা খেতে পারবো না। আমাদের সিএনজির জন্য জমা দিতে হবে বেশি।
মিটার অনুসারে চালানোর জন্য তারা আরও জানান, বর্তমানে প্রতিটি দ্রব্যমূল্যের দাম বেশি। পূর্বের মিটার অনুসারে চালালে তারা খেতে পারবে না। মিটারের মূল্য বৃদ্ধি করে প্রতি কিলোমিটার ৬০ টাকা করে দেওয়ার আহ্বান জানান তারা। একইসাথে তাদের জমার পরিমাণও কমানোর দাবিও জানিয়েছেন সিএনজি চালকরা।