বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

চাঁদপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৬


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৯ মার্চ ২০২৫, ১১:৩৯ দুপুর

চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার জাকিরের ভবনের চতুর্থ তলায় চুলার গ্যাস লিকেজে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়।

রোববার (৯ মার্চ) ভোররাতে সেহেরীর খাবার গরম করার সময় গ্যাসের চুলা লিকেজ হয়ে এই দুর্ঘটনার শিকার হন পরিবারটি।

দগ্ধরা হলেন, ভাড়াটিয়া আবদুর রহমান (৬০), তার স্ত্রী শাহনাজ বেগম (৫৫), ছেলে ইমাম হোসেন সর্দার (৩৫), মহিন সর্দার (১৬), পুত্রবধূ খাদিজা বেগম (২৫), মিরাজের স্ত্রী নিবা আক্তার (২২)। তাদের মধ্যে প্রথমে চারজনকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। পরে ২ জনকে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক।

পরিবারের সদস্য লিজন তালুকদার বলেন, বাসায় ১১ জন ছিল। এর মধ্যে ৬ জন দগ্ধ হয়। আবদুর রহমানের ছোট ছেলে রাতে বাসা থেকে বেরিয়ে পড়েন। এতে রাতে বাসার প্রথম দরজায় তালা লাগিয়ে রাখে। এতে করে আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়লে তারা বাসা থেকে বের হতে বিলম্ব হয়।

প্রতিবেশী বাসার রাশিদা বেগম বলেন, সেহেরী খেতে উঠার পর বিকট আওয়াজ ও চিৎকার শুনতে পান তারা। পরে দরজার খোলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা. মাহমুদুল হাসান বলেন, তাদের শরীরের হাত-পা, মুখ মন্ডল দগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ৪ জনকে ঢাকায় প্রেরণ করা হয়। পরে পরিবারের চিকিৎসা স্বার্থে বাকি দুজনকেও ঢাকায় পাঠানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত