জামালপুরে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মামুন স্মৃতি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

এস আলম, বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮ দুপুর
_original_1739680553.jpg)
১৫ ফেব্রুয়ারী শনিবার জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বাজারে অবস্থিত। জামালপুর জেলা ও উপজেলার শ্রেষ্ঠ ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১০ টায়, বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট মোহাম্মদ খলিলুর রহমান, বিশিষ্ট সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস বর্ণালী হোসেন,অধ্যক্ষ মেহেরুন্নেসা গার্লস স্কুল এন্ড কলেজ ধানমন্ডি ঢাকা, এবং দাতা সদস্য মামুন স্মৃতি পাবলিক স্কুল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব এ কে এম মাহবুবুর রহমান (মহব্বত), সাবেক চেয়ারম্যান ১৪ নং দিগপাইত ইউনিয়ন পরিষদ । জনাব মোঃ জিয়াউল হক মাস্টার, সভাপতি ১৪ নং দিগপাইত ইউনিয়ন বিএনপি, জনাব ফিরোজ আহমেদ ফরিদ সাধারণ সম্পাদক ১৪ নং দিগপািত ইউনিয়ন বিএনপি। জনাব মোঃ নুরুল ইসলাম লাল সিনিয়র সহ-সভাপতি ১৪ নং দিগপাইত ইউনিয়ন বিএনপি। জনাব মোঃ রাহাদ হোসেন প্যানেল চেয়ারম্যান ১৪ নং দিগপাইত ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয় মামুন স্মৃতি পাবলিক স্কুল জামালপুর এর প্রধান শিক্ষাক মোঃ জাহাঙ্গীর আলম।