আইনজীবী সাইফুলকে হত্যার বিচার ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে পূর্বধলায় বিক্ষোভ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৭:১০ বিকাল
চট্টগ্রামে পুলিশের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করার ঘটনায় বিক্ষোভ করেছেন নেত্রকোনা পূর্বধলা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এ সময় তারা ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেফতার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) কে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানান।
বুধবার (২৭ নভেম্বর) বিকালে পূর্বধলা কেন্দ্রীয় মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পূর্বধলা কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে
খাদ্য গুদাম রোড প্রদক্ষিণ করে ষ্টেশন মোড়ে এসে শেষ হয়।
এসময় মিছিলে ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও, উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না, ইসকন সনাতন এক নয় এক নয়, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, হিন্দু মুসলিম ভাই ভাই, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগান দেয়।
এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন পূর্বধলা শাখার রাশেদুল ইসলাম রাশেদ, রাফিন আহমেদ, ফজলে রাব্বি, শিবির প্রতিনিধি মো: শফিউল্লাহ, যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল হেলালী, ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলেমান কবির পাপ্পু, সাকিব আব্দুল্লাহ, আশিক মোস্তফা সজীব প্রমুখ।
প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার করা হয় চিন্ময় দাসকে। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার চিন্ময় কৃষ্ণর জন্য জামিন আবেদন করেন তার আইনজীবী। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এ সময় হামলায় ওই আইনজীবী নিহত হন।