ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন ময়মনসিংহ বিভাগীয় শাখার নতুন কমিটি গঠন


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ রাত

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন ময়মনসিংহ বিভাগীয় শাখার ১৪ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ময়মনসিংহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক, ডাঃ মোঃ ইমরুল হাসানকে আহবায়ক ও নেত্রকোনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোহাম্মদ এমদাদুল্লাহ খানকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া যুগ্ম আহবায়ক করা হয়েছে অধ্যাপক ডা: মো: আমিনুল ইসলাম, ডা: গোলাম রহমান ভুইয়া, ডা: শাহ মো: আশরাফুজ্জামান এই তিনজনকে। আহবায়ক কমিটির সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ডা: মো: খোরশেদ আলম, ডা: ফয়সাল আহমেদ, ডা: রায়হান রোতাপ খান, ডা: মোশাহিদুল ইসলাম সুমন, ডা: নাদিম হাসান, ডা: মো: আরিফুল ইসলাম, ডা: মুস্তফা ফয়সাল রাহাত, ডা: সুব্রত কুমার পাল, ডা: আহসানুল কবির লিমন। 

গত ৬ নভেম্বর বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, ময়মনসিংহ শাখার সভাপতি অধ্যাপক ডা: আব্দুল হান্নান মিয়া এর ময়মনসিংহ কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, ময়মনসিংহ শাখার সভাপতি অধ্যাপক ডা: আব্দুল হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল সদস্যদের উপস্থিতি ও সর্ব সম্মতিক্রমে আগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয় এবং নতুন আহবায়ক কমিটি গঠন করা হয় সেই সাথে নতুন কমিটির কাছে সকল দায়িত্ব অর্পন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত