সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় অবৈধ বালু কারবারিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা 


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩৩ রাত

নেত্রকোনার পূর্বধলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন মোবাইল কোর্ট।

রবিবার (১৮ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের গোজাখালীকান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। এ সময় পূর্বধলা থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

অভিযানে আ. রহমান (২৫) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে এ অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবেশ রক্ষা এবং অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত