সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২
শিরোনাম

শেরপুরে 'সুজন' এর শীতবস্ত্র বিতরণ 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:৫৯ দুপুর

"সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ" এ স্লোগানকে সামনে রেখে সম্প্রতি শেরপুরের নকলা উপজেলায় সুশাসনের জন্য নাগরিক বা ‘সুজন’ এর উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। 

১৭ জানুয়ারি শুক্রবার বিকেলে এ উপলক্ষে নকলা পৌর শহরের মুক্ত মঞ্চে নতুন কমিটির পরিচিতি সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

নকলা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি ও শেরপুর জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া।

এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলার শাখার সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী, নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রহমান, নকলা সরকারি হাজী জাল মাহমুদ কলেজের প্রভাষক দেওয়ান গোলাম মাসুম, নালিতাবাড়ী উপজেলার শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজের প্রভাষক আসমাউল হোসনাসহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এ সময় নকলা উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ প্রায় দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত