সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৮ জানুয়ারী ২০২৬, ০১:২০ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় পূর্বধলা উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দল, পূর্বধলা উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ওলামা দল পূর্বধলা উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা সাইদুর রহমান। ইশতেয়াক আহম্মেদ বাবুর সঞ্চালনায় আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবু তাহের তালুকদার—সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপি ও বর্তমান আহ্বায়ক পূর্বধলা উপজেলা বিএনপি শাখা এবং ধানের শীষের মনোনীত প্রার্থী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক কাজি মাওলানা তাসনীম আলম, আহ্বায়ক জাতীয়তাবাদী ওলামা দল, জেলা শাখা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব বাবুল আলম তালুকদার (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), হাবিবুর রহমান ফকির ও আনোয়ারুল ইসলাম আনার (যুগ্ম আহ্বায়ক) পূর্বধলা উপজেলা বিএনপি শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল পূর্বধলা উপজেলা শাখার সদস্য সচিব মাওলানা মো. মজিবর মন্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. মিজানুর রহমান তাজউদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. নূর উদ্দিন মন্ডল দুলালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শেষে মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. হানিফ উদ্দিন। দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত