সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২
শিরোনাম

শেরপুরে পিতার হাতে শিশু কন্যা খুন


  জাহিদুল ইসলাম

প্রকাশ :  ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ দুপুর

শেরপুরের নকলা উপজেলার চর বসন্তীতে মর্মান্তিক ঘটনা বাবার হাতে মেয়ে খু'ন,আরেক মেয়ে হাসপাতালে!
 
শেরপুরের নকলায় চর বসন্তী পূর্ব পাড়া গ্রামে এক হৃদয়বিদারক পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, এক বাবা নিজ মেয়েকে গলা টিপে হত্যা করেছে। একই ঘটনায় তার আরেক কন্যা সন্তান গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করেছে নকলা থানা পুলিশ  এবং আহত মেয়েটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
 
ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত বাবাকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
 
এ ঘটনায় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত