কদম গাছের ৪৫ হাত লম্বা শিকড়
আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর
প্রকাশ : ১৮ জানুয়ারী ২০২৬, ১২:২৫ দুপুর

যশোরের কেশবপুরে একটি কদম গাছের শিকড় ৪৫ হাত লম্বা হয়েছে। উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বেলের মাঠ এলাকার তাপসের কদম গাছের শিকড়টি পুকুরের পার দিয়ে লম্বা হয়ে বেরিয়ে গেছে।
উৎসুকভরে পথচারীরা গাছের শিকড়টি দেখে মন্তব্য করেন গাছ থেকে যেন শিকড়ই লম্বা। আবার কেউ কেউ তা আগ্রহ সহকারে মেপেও দেখেন। শনিবার সকালে ওই গাছের শিকড়টি মেপে দেখেন স্থানীয় ফুটবল রেফারী শওকত হোসেন। তিনি মাপার সময় মন্তব্য করেন এর আগে কখনও গাছের এত লম্বা শিকড় দেখেননি।
স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, পুকুরের পার দিয়ে বেয়ে যাওয়ায় শিকড়টি এত লম্বা হয়েছে। যা প্রতিদিন পথচারীরা দেখে আনন্দও পান।


_medium_1768730528.jpg)
_medium_1768731203.jpg)



