সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২
শিরোনাম

শেরপুরে প্রয়াত বিএনপি নেতা সাইফুল ইসলাম কালামের স্মরণ সভা


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৫৭ দুপুর

শেরপুর জেলা বিএনপির সভাপতি,১২ বারের আইনজীবি সমিতির সভাপতি, শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক সহচর এ.কে.এম  ছাইফুল ইসলাম কালামের ১৩তম মৃত্যু বার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় শেরপুর আইনজীবী সমিতি অডিটরিয়ামে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম কালামের রাজনৈতিক সতীর্থ, আইনজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

এডভোকেট সাইফুল ইসলাম কালাম ফাউন্ডেশন আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি সফিউল ইসলাম চান। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও শ্রমিক দলের সভাপতি শওকত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বিশিষ্ঠ নাগরিক ও সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর সদর আসন থেকে বিএনপি মনোনীত ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা, জেলা বিএনপির সাবেক আহবায়ক হযরত আলী, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার ঈমাম হাফেজ সিদ্দিকুর রহমান, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, অধ্যাপক শিব শংকর কারুয়া, এডভোকেট হরিদাস সাহা, এডভোকেট সাইফুল ইসলাম কালামের তনয়া প্রকৌশলি এলিজা সুলতানা মিতুল, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ। 

স্মরণ সভায় পিতার স্মৃতি তুলে ধরেন মরহুম কালাম তনয় মডেল গার্লস ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত