মাধবপুরে বাস খাদে পড়ে নিহত ১, আহত ৩০
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ দুপুর
_original_1761543787.jpg)
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা নামক স্থানে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার (২৭ অক্টোবর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাদল মিয়া (২৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি সিলেট থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বেজুরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ, মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে হাইওয়ে থানার সার্জেন্ট মসিউর রহমান বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহত ব্যক্তির মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।”আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনাগ্রস্ত বাসটির যাত্রীরা সিলেট মাজার জিয়ারত শেষে নিজ নিজ বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

_medium_1761562125.jpg)
_medium_1761561989.jpg)
_medium_1761561864.jpg)
_medium_1761559905.jpg)

_medium_1761487397.jpg)
