মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২
শিরোনাম

শেরপুরে প্রগতি লেখক সংঘের দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৫ অক্টোবর ২০২৫, ১০:৩১ দুপুর

‘নিষ্ক্রয়তা-বন্ধ্যা সময় -নিকষ অন্ধকার, কলম তুলিতে নব জাগরণ, কন্ঠে বাড়াও ধার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪ অক্টোবর শুক্রবার সকালে শেরপুর শহরের নিউমার্কেটে ইনস্টিটিউশন অব ডিপ্লামা ইঞ্জিনীয়ার্স কার্যালয় মিলনায়তনে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ শেরপুর জেলা শাখার দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

শেরপুর জেলা প্রগতি লেখক সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গবেষক ড. সুধাময় দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলন প্রথম পর্বের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক ও সাংবাদিক দীপংকর গৌতম। 

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছড়াকার সনৎ কুমার ঘোষ, সংগঠনের একই শাখার সহসভাপতি কবি ও লেখক রঞ্জিত সরকার, একই শাখার সাধারণ সম্পাদক কবি সাব্বির রেজা। 

এতে শোক প্রস্তাব পাঠ করেন সংগঠনের শেরপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক কবি শুভজিত নিয়োগী, সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করে কবি রবিন পারভেজ এবং সংগঠনের আয়-ব্যয় হিসাব বিবরণী পাঠ করে সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ আব্দুল খালেক।

দ্বিতীয় অধিবেশনে বিকেলে জাতীয়  ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করা হয়। এরপর একটি র‌্যালি নিউ মার্কেট এলাকা প্রদক্ষিণ করে সম্মেলন স্থলে গিয়ে শেষ হয়।   পরে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি ও  প্রাবন্ধিক  জ্যোতি পোদ্দার, কবি হাদিউল ইসলাম,‌ শেরপুর জেলা জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নীরু শাছুন্নাহার নীরা প্রমুখ। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা গবেষক ড. সুধাময় দাসকে সভাপতি, সাংবাদিক মোঃ আব্দুর রহিম বাদলকে সহসভাপতি, কবি রবিন পারভেজকে সাধারণ সম্পাদক এবং কবি শুভজিত নিয়োগীকে সহ সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান শেষে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত