শেরপুরে ‘সুজন’ এর কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ বিকাল
_original_1761486771.jpg)
সুশাসনের জন্য নাগরিক “সুজন” এর শেরপুর জেলা শাখা কমিটির পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর শনিবার দুপুরে শেরপুর ডায়াবেটিস সমিতির হলরুমে ‘সুজন’ এর সাধারণ সম্পাদক মোঃ শওকত আলীর সঞ্চালনায় সভাপতি সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে এই পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সভাই সর্বসম্মতিক্রমে ২১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় । সেই সাথে আগামী দিনে নাগরিকদের স্বার্থে সুজনের নানা পরিকল্পনা নেওয়া হয়।
সভায় পুরাতন কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হন রাজিয়া সামার ডালিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ শওকত আলী।
এছাড়া অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি প্রদীপ দে কুমার, সহ-সম্পাদক রুহুল হায়দার শামীম ও কোষাধ্যক্ষ হোসাইন আহমদ মামুন। এছাড়া ১৬ জন নির্বাহী সদস্যদের মধ্যে ফজলুল কবির সুরুজ, আবুল কালাম আজাদ, রফিক মজিদ, এনামুল হক মিরজু, অ্যাডভোকেট শিবলু দত্ত, খোরশেদ আলম রিপন, আরিফুল ইসলাম, দীপক কুমার, নাজমুল আলম, শাহজাহান মিরাজ, মশিউর রহমান, দীপক কুমার দাম, শক্তিপদ পাল, তাহমিনা জলি, ইশতিয়াক আহমেদ ও মুগনিউর রহমান মনি।
এ সময় বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, এডভোকেট শক্তিপদ পাল, এডভোকেট শিবলু, সাংবাদিক ফজলুল কোভিদ সুরুজ, দীপক দাম, শামীম মিয়া, সাংবাদিক মামুন প্রমুখ।

_medium_1761562125.jpg)
_medium_1761561989.jpg)
_medium_1761561864.jpg)
_medium_1761559905.jpg)

_medium_1761487397.jpg)
