শেরপুরে খান বাহাদুর ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১০:৩০ দুপুর

শেরপুরে খান বাহাদুর ফুটবল স্মৃতি টূর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
২৪ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। টূর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক খন্দকার আব্দুল হামিদের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রাজিয়া সামাদ ডালিয়া।
উদ্বোধনী খেলায় শেরপুর জেলা ফুটবল দল জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা ফুটবল দলকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে।
উল্লেখ্য নক আউট ভিত্তিক এই টূর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহন করছে। যেখানে শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, বগুড়া জেলা এবং মাদারগঞ্জ, মধুপুর ও গোপালপুর উপজেলা ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

_medium_1761562125.jpg)
_medium_1761561989.jpg)
_medium_1761561864.jpg)
_medium_1761559905.jpg)

_medium_1761487397.jpg)
