নান্দাইলে জনতার আস্থা অব: মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের প্রতি
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ বিকাল

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে। নান্দাইলের সাধারণ জনগণ থেকে শুরু করে তরুণ সমাজ—সবাই তাকে “মাটি ও মানুষের নেতা” হিসেবে উল্লেখ করছেন।
সম্প্রতি তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন। তার এই গণসংযোগে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল মোমেন শুধু নান্দাইলের গর্ব নন, বৃহত্তর ময়মনসিংহ বিভাগেরও এক উজ্জ্বল মুখ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তিনি দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখছেন।
স্থানীয় জনগণের মতে, “তিনি যেভাবে মানুষের সঙ্গে মিশে যান, সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার খোঁজখবর নেন—এমন উদাহরণ আর কোনো নেতার ক্ষেত্রে দেখা যায়নি।”
নান্দাইলের মানুষের একটাই প্রত্যাশা-তাদের প্রিয় নেতা, জননেতা মেজর জেনারেল আনোয়ারুল মোমেন (অব.) যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নান্দাইল আসন থেকে এমপি প্রার্থী হন। জনগণের দৃঢ় বিশ্বাস, তার নেতৃত্বেই নান্দাইল উন্নয়ন, ঐক্য ও অগ্রগতির নতুন দিগন্তে পৌঁছাবে।

_medium_1761562125.jpg)
_medium_1761561989.jpg)
_medium_1761561864.jpg)
_medium_1761559905.jpg)

_medium_1761487397.jpg)
