ইসকন নিষিদ্ধের দাবিতে পূর্বধলায় বিক্ষোভ মিছিল
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৪১ বিকাল

শহীদ এডভোকেট আলিফ হত্যার দ্রুত বিচার, গাজীপুরের টিএন্ডটি কলোনী জামে মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে গুম করে হত্যার চেষ্টা, মুসলিম মেয়েদের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ এবং দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে নেত্রকোনার পূর্বধলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বাদ যোহর পূর্বধলা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে 'সর্বস্তরের তৌহিদী জনতা'র ব্যানারে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
মিছিলটি পূর্বধলা বাজারের খাদ্য গুদাম প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি হয়রত মাওলানা মোশারফ হোসেন খান সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা রুহুল আমিন-এর সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন, সংগঠনের উপজেলা সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ মনসুর, সাধারণ সম্পাদক নোমান সিরাজী, সদস্য মাওলানা মুফতি রেদোয়ান আল-হোসাইন এবং হেফাজতে ইসলামের সদস্য আলমগীর হোসেন মিসবাহ প্রমুখ।
বক্তারা ইসকনের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর দ্রুত তদন্ত ও বিচার দাবি করেন এবং সংগঠনটিকে বাংলাদেশে নিষিদ্ধ করার জোর দাবি জানান। ইসকনের কার্যক্রমকে 'দেশ বিরোধী ষড়যন্ত্র' হিসেবে আখ্যায়িত করে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

_medium_1761562125.jpg)
_medium_1761561989.jpg)
_medium_1761561864.jpg)
_medium_1761559905.jpg)

_medium_1761487397.jpg)
