চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট আইনজীবী এখলাস উদ্দিন
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৫:২৮ বিকাল

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের গোপিনাথখিলা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট এখলাস উদ্দিন আহম্মেদ আর নেই।
আজ রোববার দুপুর ১২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। হার্টের অসুখ ও বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন এবং হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
এডভোকেট এখলাস উদ্দিন আহম্মেদ স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রোববার রাত ৮টায় ময়মনসিংহ কোর্ট প্রাঙ্গণে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আগামীকাল সোমবার সকাল ১০টায় সেহলা মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
১৯৬৮ সালে তিনি ময়মনসিংহের ঐতিহ্যবাহী নাসিরাবাদ কলেজের ভিপি নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি তিনি আইন পেশায় সক্রিয় ছিলেন। প্রথমে নেত্রকোনা জজ কোর্টে এবং পরবর্তীতে ময়মনসিংহ জেলা জজ কোর্টে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত ছিলেন।

_medium_1761562125.jpg)
_medium_1761561989.jpg)
_medium_1761561864.jpg)
_medium_1761559905.jpg)

_medium_1761487397.jpg)
