পূর্বধলায় ট্রান্সফরমার চোরচক্রের ৩ সদস্য আটক
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৪১ বিকাল

নেত্রকোনার পূর্বধলায় ট্রান্সফরমারসহ বিদ্যুৎ সরঞ্জাম চুরির অভিযোগে চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুৎ সরঞ্জাম চুরির ঘটনার পর অবশেষে ভোররাতে হাতেনাতে ধরা পড়ে এই চক্রটি।
রবিবার ভোরে উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি-বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের হরিপুর গ্রামের কাওসার (৩০), আল-মামুন (২৫) ও জয়নাল (২৭)।

কৈলাটি গ্রামের বাসিন্দা মাসুম তালুকদার জানান, ভোরে ঘুম থেকে উঠে তিনি লক্ষ্য করেন ফিশারির লাইট বন্ধ এবং মোটরের সুইচ অন করলেও তা চলছে না। পরে ট্রান্সফরমারের কাছে গিয়ে দেখেন সেটি চুরি হয়েছে। এসময় সন্দেহভাজন দুজনকে সাইকেলে পালাতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ধাওয়া করে। অভিযুক্তরা ট্রান্সফরমার ও অন্যান্য সরঞ্জাম ফেলে সাধুপাড়া এলাকায় জনতার হাতে ধরা পড়ে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির বিষয়টি স্বীকার করেছে।
স্থানীয় বাসিন্দা আতাউর তালুকদার বলেন, “দীর্ঘদিন ধরে এলাকার মানুষ চুরির ঘটনায় ভোগান্তিতে ছিল। আমার নিজেরই দুটি ট্রান্সফরমার ও একটি মোটর চুরি হয়েছে।”
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, স্থানীয়দের হাতে আটক তিনজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় পূর্বধলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. শাহিনুর আলম মৃধা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

_medium_1761562125.jpg)
_medium_1761561989.jpg)
_medium_1761561864.jpg)
_medium_1761559905.jpg)

_medium_1761487397.jpg)
