মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২
শিরোনাম

শেরপুরের শ্রীবরদীতে মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৫ অক্টোবর ২০২৫, ১০:১৭ দুপুর

শেরপুরের শ্রীবরদীতে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

২৩ অক্টোবর বিকেলে উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের বৈষ্ণবেরচর ও হালগড়া এলাকায় ১ নং মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

১ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি মিতালীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ননির সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের সহধর্মিণী ফরিদা হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসরাত জাহান পান্না, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম, উপজেলা মহিলা দলের সভাপতি উম্মে হাবিবা, সাধারণ সম্পাদক শিরিনা প্রমুখ।

এসময় খড়িয়াকাজিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল কবীর রুপা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুকনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন সোহাগ, সাদ্দাম হোসেন, রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক চঞ্চল হাসানসহ কয়েক শতাধিক মহিলা ভোটার উপস্থিতি ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত