মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৭ অক্টোবর ২০২৫, ১১:৫০ দুপুর

নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার পূর্বধলায় গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা শেষে আনন্দ র‌্যালি বের করা হয়।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা সদরের জামতলাস্থ দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় গণঅধিকার পরিষদ উপজেলা শাখার আহ্বায়ক মো. জাহিদ হাসান কাঞ্চনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আলকাছ উদ্দিন আক্কাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি রাজ রায়হান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল ফকির, মো. রাসেল মিয়া, মো. বিপ্লব মিয়া, মো. হাফিজুল ইসলাম, মো. বায়জিদ ও মো. তসলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতে গণমানুষের স্বার্থ রক্ষায় আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ, যুব অধিকার ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত