হিন্দু ধর্মাবলম্বীদের আনন্দ ভাগাভাগি করতে পূজামণ্ডপে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি

ইমতিয়াজ আহামেদ সজিব, বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ রাত
_original_1759254702.jpg)
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূর্বধলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্জ মোঃ বাবুল আলম তালুকদারের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে এক পরিদর্শন সফরে বের হন নেতারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার, ইশতিয়াক আহমেদ বাবু, আশরাফ উদ্দিন তালুকদার, মো. আতিকুর রহমান রনক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বিকাশ ঘোষ, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য সচিব মাহফুজুল হাসান মানার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা আহ্বায়ক অমিত দাস, যুগ্ম আহ্বায়ক সুমন বাসফোর, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ সজীব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান জেকি, যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির পাপ্পুসহ আরও অনেকে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, “আমরা এসেছি আপনাদের আনন্দ ভাগাভাগি করে নিতে। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবে সবধরনের সহায়তার জন্য বিএনপি প্রস্তুত রয়েছে।”
স্থানীয় পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ বিএনপি নেতাদের এ সফরকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখার আহ্বান জানান।