শেরপুরে ‘ডপস্’ এর সুদ মুক্ত ঋণ বিতরণ

রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১০:৫৩ দুপুর
_original_1760243321.jpg)
শেরপুরের একমাত্র স্বেচ্ছাসেবী ও রাষ্ট্রীয় পদক প্রাপ্ত সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি বা ‘ডপস্' এর আয়োজনে ‘ডপস্' সদস্য শিক্ষার্থীদের পরিবারকে সুদ মুক্ত ঋণ প্রদান করা হয়েছে স্বাবলম্বী করার লক্ষ্যে সুদ মুক্ত স্বাবলম্বী ঋণ বিতরণ করা হয়েছে। ১১ অক্টোবর শনিবার বিকেলে শহরের গৌরীপুরস্থ ডপস্ ক্যাডেট ম্যাচ প্রাঙ্গনে ৬০টি পরিবারের মাঝে এই ঋণ বিতরণ করা হয়।
‘ডপস্' প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ শাহিন মিয়া বিএসপি জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় এই মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
সমাজে আত্মনির্ভরশীলতার দৃষ্টান্ত স্থাপনের এই প্রচেষ্টা ডপস পরিবারের সদস্যদের মাঝে নতুন আশা ও প্রেরণা জাগিয়েছে। এই সুদ মুক্ত ঋণ এর মাধ্যমে ডপস সদস্যদের পরিবারকে ক্ষুদ্র ব্যবসা, গরু পালন ও বিভিন্ন আয়ের পথ সৃষ্টি করার সুযোগ করে দেওয়া হয়েছে।
এই ঋণ বিতরণের সময় অন্যানের মধ্যেডপস সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান (অব:), প্রকল্প সমন্বয়কারী আব্দুল হাকিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডপস সদস্য নূর মোহাম্মদ প্রমুখ।
সুদমুক্ত এই ঋণের বিষয়ে ডপস্ প্রতিষ্ঠাতা ও নির্বাহী সম্পাদক মোঃ শাহিন মিয়া বিএসপি বলেন, এই ঋণ কোনো ব্যবসায়িক প্রকল্প নয়, বরং এটি আত্মনির্ভরতা ও সম্মানের পথ তৈরি করার প্রয়াস। আর্থিকভাবে অসচ্ছল ডপস সদস্যদের পরিবার যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, এটাই আমাদের লক্ষ্য। সুদমুক্ত এই স্বাবলম্বী ঋণ কর্মসূচি এখন ডপস পরিবারের জন্য অনুপ্রেরণার এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।