রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
শিরোনাম

জামালপুরে আরডিএস কর্তৃক আয়োজিত কমিউনিটি আউট রিচ সভা অনুষ্ঠিত


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১১ অক্টোবর ২০২৫, ০৭:০১ বিকাল

১১ অক্টোবর শনিবার বিশ্ব ব্যাংক ও পল্লী-কর্ম সহায়ক ফাইন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি ও আর্থিক সহায়তায় পরিচালিত, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) কর্তৃক বাস্তবায়িত রিকভারি এন্ড এডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ} প্রকল্পের অধীনে জামালপুর জেলার, জামালপুর সদর উপজেলায় ঘোড়াধাপ উনিয়নের জোকা ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১ ঘটিকায় নতুন শিক্ষানবিশি ও তরুণ উদ্যোক্তা নির্বাচনের লক্ষ্যে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়।
 
উক্ত সভায় মোঃ আ: আলিম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোঃ এম. রশিদ (প্রধান শিক্ষক-জোকা ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরু উদ্দিন , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ শামীম আজাদ, সহকারী পরিচালক ও ফোকাল পার্সন রেইজ (আরডিএস), জমালপুর সদর উপজেলার সমাজ সেবা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন। 
 
এছাড়াও বক্তব্য রাখেন আরডিএস রেইজ প্রকল্পের সম্বয়কারী মো: এমদাদুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কমিউনিটি আউট রিচ প্রোগ্রামের শুরুতে রেইজ প্রকল্প এবং এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন লাইফ স্কিল এন্ড এন্টারপ্রিনিয়ারশীপ ডেভেলপমেন্ট অফিসার জনাব অর্জুন চাম্বুগং। 
 
এই আউট রিচ প্রোগ্রামের মাধ্যমে স্থানীয় বেকার ও তরুণদের আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন ট্রেডের উপর প্রশিক্ষন প্রদান ও ৬ মাস মেয়াদী শিক্ষানবিশি কার্যক্রম পরিচালনা এবং কর্মমূখী  নতুন উদ্যোক্তা সৃষ্টিতে স্থানীয় জনগনের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে রেইজ প্রকল্প কাজ করছে। বক্তারা বেকার সমস্যা দূরীকরণে জনগণকে দক্ষ জনশক্তি রুপান্তর করতে এমন মহৎ উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এবং স্থানীয়ভাবে প্রশিক্ষন নিয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার উৎসাহ প্রদান করেন। আরডিএস এর নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, আমি মানুষের জন্য কাজ করতে চাই, বিশেষ করে তরুণদের দেশে বা বিদেশ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে  দক্ষতা অর্জন ও সংস্থার পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত