জামালপুরে ১৫৫ জন শিক্ষার্থীর মাঝে দোস্ত এইডের শিক্ষাবৃত্তি প্রদান

মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৩:৩১ দুপুর

১১ অক্টোবর শনিবার দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ১৫৫ জন এতিম শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে দোস্ত এইড কনফারেন্স সেন্টারে আয়োজিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ২০০০ টাকা হারে তিন মাসের জন্য মোট ৬০০০ টাকা করে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। তিনি বলেন, “শিক্ষাই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এই শিক্ষাবৃত্তি কর্মসূচি অসহায় ও এতিম শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি। তিনি বলেন, “দোস্ত এইড বাংলাদেশ যে ধারাবাহিকভাবে শিক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্বে আসবে—তাদের প্রতি বিনিয়োগ মানে দেশের ভবিষ্যতের প্রতি বিনিয়োগ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব এবং উপজেলা সমাজসেবা অফিসার শাহাদৎ হোসেন। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব বলেন, “এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। দোস্ত এইডের এই মানবিক উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।”
উপজেলা সমাজসেবা অফিসার মো: শাহাদৎ হোসেন বলেন, “শিক্ষাবৃত্তি শুধু একটি অর্থ সহায়তা নয়, এটি শিশুদের আত্মবিশ্বাস ও স্বপ্ন পূরণের অনুপ্রেরণা।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব একাউন্টস অ্যান্ড এডমিন কহিনুর আলম চৌধুরী। তিনি বলেন, “দোস্ত এইড শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, এবং মানবিক সহায়তার মতো খাতে দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে আসছে। শিক্ষাবৃত্তি কর্মসূচি সেই অঙ্গীকারেরই ধারাবাহিকতা।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোস্ত এইডের অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, আইটি ম্যানেজার সম্রাট বাবর, একাউন্টস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাজহারুল ইসলাম, পাবলিক রিলেশন অফিসার মুজাহিদুল ইসলাম, শিক্ষা অফিসার শওকত মিয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ ও তাদের অভিভাবকগণ উপস্থিত থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন দোস্ত এইডের প্রতি।
উল্লেখ্য, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সারা দেশে মানবকল্যাণে কাজ করে আসছে। সংস্থাটি শিক্ষা, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, গৃহায়ণ, বেকারত্ব দূরীকরণ, প্রতিবন্ধী পুনর্বাসন, জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা, নারী ও শিশু উন্নয়নসহ বিভিন্ন খাতে সফলভাবে অসংখ্য প্রকল্প বাস্তবায়ন করেছে।
সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোই দোস্ত এইডের মূল লক্ষ্য—আর এই শিক্ষাবৃত্তি কর্মসূচি সেই মানবিক যাত্রারই আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।