মৌলভীবাজারে নাগরিক সমন্বয় প্রকল্পের সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত

শাহীন আহমেদ, কমলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৪:০৭ দুপুর

মৌলভীবাজারে নাগরিক সমন্বয় প্রকল্পের সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ডিনেট (Dnet) এর উদ্যোগে এবং মৌলভীবাজার জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে জেলা শহরের হোটেল রেস্ট ইন এর কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন, চাহিদা মূল্যায়ন প্রতিবেদনের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন এবং সফলভাবে বাস্তবায়নের জন্য মূল সরকারি বিভাগ ও স্থানীয় অংশীদারদের সহযোগিতামূলক সমর্থন নিশ্চিত করা নিয়ে আলোচনা করা হয়। সভায় প্যানেল আলোচনা অধিবেশনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ মামুনুর রশিদ।
২৭ মাসব্যাপী ‘নাগরিক সমন্বয়’ প্রকল্পটি সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার (জিএসি) আর্থিক সহায়তায় সিভিক এনগেজমেন্ট ফান্ডের (নাগরিকতা) অধীনে পরিচালিত হচ্ছে। ডিনেট মৌলভীবাজার জেলার কমলগঞ্জে জনকল্যাণ কেন্দ্র (জে কে কে), শ্রীমঙ্গলে প্রগতি সমাজ উন্নয়ন সংস্থা (পিএসইউএস), কুলাউড়ায় নিঃস্ব সহায়ক সংস্থা (এনএসএস) এবং বড়লেখায় প্রচেষ্টার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
সভায় মৌলভীবাজারের বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের জীববৈচিত্র্যপূর্ণ এলাকার প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী, যুব ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য ক্লাইমেট জাস্টিস এবং সরকারি সেবার সমতা নিশ্চিত করতে নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধি করা বিষয়ে আলোচনা করা হয়।
নাগরিক সমন্বয় প্রকল্পের ব্যবস্থাপক আসিফ আহমেদ তন্ময় এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মৌলভীবাজার সমাজসেবা অধিদপ্তরের পরিচালক হাবিবুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক ইকবাল নাসির, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, ডিনেট এর নির্বাহী পরিচালক মাহমুদ হাসান, নাগরিক সমন্বয়ে প্রকল্পের মিল অফিসার ফাইজা তাহসিন, নাগরিক সমন্বয় প্রকল্পের সরকারি সংযোগ কর্মকর্তা সৈয়দ মাসুদুর রহমান মৌলভীবাজার প্রেস ক্লাবের আহবায়ক বকশী ইকবাল।