শেরপুরে গ্ৰীম্নকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৭:০২ বিকাল

শেরপুরে জেলা পর্যায়ে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির উদ্যোগে ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
"সুস্থ দেহ সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১১ অক্টোবর) সকালের দিকে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি মাঠে শেরপুরে জেলা পর্যায়ে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির উদ্যোগে এ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।
এসময় শেরপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের সকল কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এসময় অন্যান্য বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ জাহিদ হাসান প্রিন্স, শেরপুর ভিক্টোরিয়া একাডেমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লূতফা বেগম এবং জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী শেষে বিভিন্নৎভাবে যাচাই-বাচাইয়ের মাধ্যমে উপস্থিত শিক্ষার্থীরা, ফুটবল, হ্যান্ড্রাবল, কাবাডি, দাবা, সাঁতার খেলার প্রতিযোগিতা অংশগ্রহণ করেন।