রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
শিরোনাম
দীর্ঘদিন পর বিভিন্ন দাবী আদায় ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে

জামালপুরে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১২ অক্টোবর ২০২৫, ১০:৫০ দুপুর

শনিবার(১১অক্টোবর) দুপুরে লুইস ভিলেজ  রিসোর্ট এন্ড পার্কের অডিটোরিয়ামে জামালপুর জেলা দলিল লেখক সমিতির সমাবেশের আয়োজন করেন। 

সমাবেশে জামালপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ আরজু আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক ও জামালপুর  জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব আলহাজ্ব এমএ রশিদ। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ন মহাসচিব কে এস হোসেন টমাস, ঢাকা বিভাগের রফিকুল ইসলাম সরকার, রুহুল আমীন খান, ফিরুজ আলম খান, রাজশাহী বিভাগের এসএম আয়নাল হকসহ আরও অনেকে বক্তব্য রাখেন। 

পরে আলোচনা শেষে জামালপুরে নতুন ৮১ সদস্যের কমিটির ঘোষণা করা হয় সভাপতি হিসেবে আলহাজ্ব মো: আরজু আকন্দ এবং সাধারণ সম্পাদক হিসেবে হানিফ উদ্দিনকে নির্বাচিত করা হয়। এছাড়াও উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন জামালপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত