আকুয়ার হাবুন ব্যাপারির মোড় এখন ডাস্টবিন

আবুল আরশাদ
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৫:০৭ বিকাল
_original_1756292825.jpg)
বিভাগীয় শহর ময়মনসিংহের গুরুত্বপূর্ণ একটি রাস্তা যার আকুয়া হাবুন ব্যাপারির মোড় হয়ে সারা সিটিতে সংযোগ রয়েছে । সকাল বেলা মোড়ে দাঁড়ালেই দেখতে পাবেন রিক্সা কিংবা অটোরিকশা করে যারাই আসছেন তাদের অনেকেই ময়লার ব্যাগ ঢিল মেরে ফেলে যাচ্ছেন। দ্রুত ফেলে যাওয়া ময়লা সারা রাস্তাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। সাধারণ যাত্রীগণ নাক চেপে দম বন্ধ করে কোন রকমে জায়গাটি পার হচ্ছেন। এলাকাবাসী অসাহায় হয়ে এখন খানিকটা সয়ে নিয়েছেন এবং ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন। সিটি কর্পোরেশন দেখেও না দেখার ভান করে এবং স্থায়ী সমাধান করার কথা বলে সময় পার করছে। এলাকাবাসী আধুনিক নগর সুবিধা পেতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।