মোহনগঞ্জে গাঁজাসহ আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে সাজা

মোঃ হাসান খান
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৩:২৯ দুপুর
 (1)_original_1751966931.jpg)
নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের শিয়াল জানি ব্রীজ হইতে দেওথান ব্রীজ পর্যন্ত লেকের পারে (০৭ জুলাই) রোজ সোমবার সন্ধ্যায় আনুমানিক ৭ টা ৩০ মিনিটের সময় মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তার সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো: আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
উক্ত অভিযানে চার ব্যক্তিকে আটক করে তাহাদের দেহ তল্লাশি করিয়া সেবনের জন্য বিভিন্ন পরিমাণের গাঁজা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) মোহনগঞ্জ দ্বয়কে অবহিত করিলে তাহারা দ্রুত ঘটনাস্থলে এসে আসামিদের স্বীকারোক্তি ও সাক্ষীদের উপস্থিতিতে আসামী মোহনগঞ্জ পৌরসভার দৌলতপুরের ইকবাল হোসেনের ছেলে ১। মোঃ ইকরামুল হোসেন (২৮) কে ০৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, পৌর শহরের টেংগাপাড়ার গোলাম রব্বানীর ছেলে ২। মোঃ গোলাম রনি (২৭) কে ১৫ দিনের কারাদণ্ড, বারহাট্টা উপজেলার ছয়গাঁও গ্রামের সাহেব উদ্দিনের ছেলে ৩। নুর মোহাম্মদ (২৫) কে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আজ (৮ জুলাই) রোজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে আসামিদেরকে প্রয়োজনীয় পুলিশ স্কট সহকারে নেত্রকোণা জেলা কারাগারে প্রেরণ করা হইয়াছে।
এরআগে সোমবার সন্ধ্যায় পৌরশহরের শিয়ালজানি খালের পাড় থেকে তাদের আটক করা হয়।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে মোহনগঞ্জ থানা পুলিশ বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।