বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

এনসিপির কর্মসূচি নিয়ে ফেসবুকে উসকানি’র অভিযোগে পূর্বধলায় যুবলীগ নেতা আটক


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৭ জুলাই ২০২৫, ০১:৪৮ দুপুর

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে নাশকতার চেষ্টার অভিযোগে হুমায়ুন কবির (৩৫) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে পূর্বধলা উপজেলার রাজার বাজারসংলগ্ন খানপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক হুমায়ুন কবির খলিশাউড় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং খলিশাউড় পূর্বপাড়া গ্রামের ছোট্টু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এনসিপির নেত্রকোনা শহরের কর্মসূচিকে কেন্দ্র করে উসকানিমূলক একটি স্ট্যাটাস দেন, যেখানে নাশকতার ইঙ্গিত পাওয়া যায়।

বিষয়টি নজরে আসার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও পূর্বধলা থানা পুলিশের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে এনসিপির কর্মসূচিকে ঘিরে শহরের মোক্তারপাড়া এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জ ও কক্সবাজারে পূর্ববর্তী সহিংস ঘটনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।



  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত