বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

নেত্রকোনায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক আদনান


  মো: আরিফুল ইসলাম

প্রকাশ :  ০৮ জুলাই ২০২৫, ১২:৪৮ দুপুর

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, নেত্রকোনা জেলা শাখার ৬১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 
গত ৫ জুলাই ২০২৫ তারিখে কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে আবুল বাশারকে সভাপতি এবং আদনান হোসাইন বাকিরকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আমির হামজা এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাবির আহম্মেদ।
কমিটি ঘোষণার পর নেত্রকোনার শিক্ষার্থী সমাজে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নবনির্বাচিত সভাপতি আবুল বাশার বলেন, “নেত্রকোনার ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠা ও শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। দুর্নীতিমুক্ত ক্যাম্পাস এবং ন্যায্য দাবির পক্ষে সোচ্চার থাকাই আমাদের অঙ্গীকার।”
সাধারণ সম্পাদক আদনান হোসাইন বাকির বলেন, “শিক্ষা, অধিকার ও প্রগতির মূলনীতিকে সামনে রেখে আমরা সংগঠনকে একটি সুসংগঠিত, আদর্শিক ও কর্মমুখী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলব।”
নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে নেত্রকোনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই কমিটি ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা রাখবে এবং শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনবে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেত্রকোনা জেলা শাখার এই নতুন কমিটি শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে বলে অনেকেই আশাবাদী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত