বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

কলমাকান্দায় মাদক সেবী ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন মা


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ০৮ জুলাই ২০২৫, ১০:২৩ দুপুর

ছেলে মো. সজীব মিয়া (৩০) মাদকাসক্ত। প্রায়ই টাকার জন্য বাড়িতে জিনিসপত্র ভাঙচুর করেন। টাকা না দিলে মাকে অত্যাচার করতেন। দীর্ঘদিন ধরে ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা মাজেদা আক্তার তার ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছেন। ভ্রাম্যমাণ আদালত সজীব মিয়াকে দুই মাসের বিনাশ্রম কারাদ- ও ১০০শত টাকা অর্থদন্ড দিয়েছেন। 
 
রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কলমাকান্দার সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এ আদেশ- দেন। দ-প্রাপ্ত সজীব মিয়া কলমাকান্দা সদর ইউনিয়নের আগবগজান গ্রামের মৃত আকবর মিয়ার ছেলে।
 
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে সূত্রে জানা গেছে, সজীব মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করার জন্য প্রায়ই বাড়িতে ঝামেলা করেন। এমনকি তার মাকে অত্যাচার করতেন। ছেলের অত্যাচার সইতে না পেরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে জানান। দুপুরে ভ্রাম্যমাণ আদালতের একটি দল ভুক্তভোগী মা মাজেদা আক্তারের বাড়িতে গিয়ে সজীব মিয়াকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদ- ও ১০০শত টাকা অর্থদন্ড দেন।
 
এ বিষয়ে জানতে চাইলে সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ দুপুরে বাড়ি থেকে সজীব মিয়াকে আটক করা হয়। এ সময় সজীব মাদকসেবনের কথা স্বীকার করেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদ- ও ১০০ টাকা অর্থদন্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত