বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

ছাত্রশিবিরের অর্থ কোথা থেকে আসে?


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১০ মার্চ ২০২৫, ১১:৪৫ দুপুর

ফাইল ছবি
বাংলাদেশের ছাত্রসংগঠনগুলোর কর্মকাণ্ড নানা সময়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। এদের নিষিদ্ধ করার দাবিও উঠেছে কখনো কখনো। কেউ কেউ কোনো কোনো ছাত্রসংগঠনকে ‘সন্ত্রাসীসংগঠন’ ট্যাগও দিয়েছেন বহুবার। অপরদিকে তাদের ভালো কাজের প্রশংসা বা গুণগানও গেয়েছেন বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ।
 
সম্প্রতি জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্রশিবিরের অর্থের উৎস নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন তুলেছেন ছাত্রদল। ওই সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা নাসির উদ্দিন বলেন, ‘শিবির প্রতিদিনই ইফতারে তিন লাখ টাকা করে ব্যয় করছেন। যদি তিন লাখ করে প্রতিদিন ব্যয় করা হয়, তাহলে ৯০ লাখ টাকা ব্যয় করছেন। তাদের আয়ের উৎস কোথায়?’ ছাত্রদলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলার পর বিষয়টি নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
 
‘অর্থের উৎস নিয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ, সংগঠনগুলোর আয়ের উৎস কোথায়?’ শিরোনামে সোমবার (১০ মার্চ) বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে গত এক যুগেরও বেশি সময় প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি ছাত্রশিবির। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে ছাত্র রাজনৈতিক কার্যক্রম শুরু করে সংগঠনটি। ইদানীং এই ছাত্র সংগঠনটিকে ঢাকায় সম্মেলনসহ বড় বড় কিছু কর্মসূচি পালন করতে দেখা যায়।
 
চলতি রমজান মাসের শুরু থেকে ছাত্রশিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে বড় পরিসরে ইফতার বিতরণ করতে দেখা যায়। গত শুক্রবার এ নিয়ে সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে শিবিরের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলা হয়। ওই সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা নাসির উদ্দিন বলেন, ‘শিবির প্রতিদিনই ইফতারে তিন লাখ টাকা করে ব্যয় করছেন। যদি তিন লাখ করে প্রতিদিন ব্যয় করা হয়, তাহলে ৯০ লাখ টাকা ব্যয় করছেন।’
এই ৯০ লাখ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসেবে কীভাবে উপার্জন করছে, কিংবা শিবিরের অর্থের উৎস কী তা জানতে চায় ছাত্রদল।
 
এ সম্পর্কে ছাত্রশিবিরের সাধারণ সম্পর্ক নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘শিবিরের ইফতার খরচ নিয়ে ছাত্রদল যে অভিযোগটি তুলেছে সেটি সঠিক নয়। ছাত্রদল ধারণা নিয়ে বলেছে। আমরা বলেছি একদিনে তিন লাখ খরচ হয়েছে। আমরা যদি ৩০ দিন দিই তাহলে ৯০ লাখ টাকা খরচ হবে সেটা ধারণা। কিন্তু আমরা ৩০ দিনের ইফতার আদতে দেব কি না সেটা তো, তারা জানেই না। তারা যা বলেছে কল্পনা করে বলেছে।’
 
ছাত্রশিবিরের বিপুল অর্থের যোগান কোথা থেকে আসে জানতে চাইলে সাদ্দাম  বলেন, ‘আমাদের সকল সদস্যদের সংগঠনে দান করতে হয়। ইচ্ছা করেই তারা দেয়। আমাদের প্রাক্তনরা প্রতিমাসে নিয়মিত ‘এয়ানত’ (দান) করে। এর বাইরেও আমাদের প্রকাশনা সামগ্রীর বিক্রির মুনাফা থেকে সংগঠন উপকৃত হয়।’
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত