বিসিএস চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

আরবান ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০২:৪০ দুপুর
_original_1741423224.jpg)
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সাইদুর রহমানের আশ্বাসে কর্মবিরতী স্থগিত করেছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।
শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সাইদুর রহমান বলেন, এটি একটি বড় প্রক্রিয়া। কয়েকটি মন্ত্রনালয় জড়িত আছে। কয়েকটি ধাপে কাজ করতে হবে। এই জন্য ১২ সপ্তাহের সময় নিয়েছি। এই সময়ের মধ্যে দাবিগুলোর সুরাহা হবে আসা করি।
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহ্বায়ক ডা. মির্জা মো. আসাদুজ্জামান রতন বলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সাইদুর রহমান স্যারের আশ্বাসে ১২ সপ্তাহ কর্মবিরতী স্থগিত করেছি। তবে এরমধ্যেও আমরা পর্যবেক্ষণ করবো। যদি ১২ সপ্তাহ পরও আমাদের দাবি মেনে নেওয়া না হয়, আবার আমাদের কর্মসূচিতে ফিরে যাবো।
তিনি বলেন, পদোন্নতির যোগ্যতার সকল শর্ত পূরণ এবং ডিজি/মিনিস্ট্রিতে সকল ফাইল বার বার আপডেটের পরও বছরের পর পর পদোন্নতি আটকে রাখা হচ্ছে। বাংলাদেশের চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, এমবিবিএস, বিডিএস এর আন্তর্জাতিক স্বীকৃতি অক্ষুন্ন রাখা এবং ক্যাডার বৈষম্য নিরসনে পদন্নোতি যোগ্য সকল বিশেষজ্ঞ ডাক্তারদের দ্রুত সুপারনিউমারি পদন্নোতির দিতে হবে। আমরা ডাক্তার সমাজ কোনভাবেই, সাধারণ মানুষকে জিম্মি করে কোন কর্মসূচি দিতে চাইনি, এখনো চাচ্ছি না।
আজকের কর্মসূচিতে চিকিৎসকদের ৬০টি সোসাইটি পূর্ণ একাত্মতা ঘোষণা করেছেন। এদের অন্তত ৩০টি সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত হয়েছেন।
এর আগে গত ২৫ ফেব্রয়ারি বিসিএস স্বাস্থ্য ক্যাডারদের বৈষম্য নিরসন করে পদোন্নতির দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি দেন পদন্নোতি বঞ্চিত চিকিৎসকরা।