বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

পূর্বধলায় সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২২ রাত

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে নেত্রকোনার পূর্বধলায় মো: কামরুল ইসলাম খান (৩৫) নামের এক সেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলা সদর হাসপাতাল গেইট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো: কামরুল ইসলাম খান উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি উপজেলার সদরের রাজপাড়া গ্রামের মৃত আদম আলী খানের ছেলে। 

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, আটককৃত কামরুল ইসলাম পূর্বধলা থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামী ছিল। আজ রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত রবিবার ও সোমবার, মঙ্গলবার ৩ রাতে অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছালীগের ৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত