জামালপুরে হাসনা মফিজ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

এস আলম, বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৮ দুপুর

(শনিবার) ১৫ ফেব্রুয়ারী জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী মাতার পাড়া হাসনা মফিজ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এডভোকেট মোঃ খলিলুর রহমান।সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস বর্ণালী হোসেন অধ্যক্ষ, মেহেরুন্নেসা গার্লস স্কুল এন্ড কলেজ ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৪ নং দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ ফরিদ, সিনিয়র সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম লাল, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হবিবর রহমান হবি, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, দেশের গানের তালে তালে নৃত্য, কুচকাওয়াজ, মশাল দৌড় সহ বিভিন্ন খেলা ও হারিয়ে যাওয়া গ্রাম বাংলার মনমুগ্ধকর পুটুল নাচ প্রদর্শনী করে, উপস্থিত দর্শকেদের তাক লাগিয়ে দেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে প্রতিযোগী খেলোয়াড় ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।