বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


  নির্মলেন্দু সরকার বাবুল, দূর্গাপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১২ দুপুর

নেত্রকোনার দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুস (৭৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শনিবার দুপুরে তাঁর নিজবাড়ী দুর্গাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে তাঁকে শেষবিদায় জানানো হয়।

কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁকে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

এ সময়, ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আব্দুল খালেক, ওয়াহেদ আলী, সিরাজুল হক, আব্দুল জব্বার মাল, পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান ফরিদ, দুর্গাপুর থানা পুলিশের কর্মকর্তাগন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের নেতাকর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত