গাইবান্ধায় হাজী পুনর্মিলনী অনুষ্ঠান-২৫ অনুষ্ঠিত

আসাদুজ্জামান রুবেল
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫ দুপুর
_original_1739679270.jpg)
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা হাজী কল্যাণ সমিতির আয়োজনে হাজ্বী পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫ জানুয়ারি শনিবার সকালে পলাশবাড়ী গ্রীনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান সরকার এর সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিয়াবাড়ী মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম জাহিদ, পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মোস্তাফিজার রহমান রাজা, পলাশবাড়ী সিনিয়র মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব মাওলানা মোনায়ারুল ইসলাম,পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব শাহআলম সরকারসহ অনেকে।
হাজ্বী পুনর্মিলনী অনুষ্ঠানে সবার উদ্দেশ্য বক্তরা বলেন আল্লাহর অগনিত নেয়ামত আমরা গ্রহন করি আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড আমরা বাঁচতে পারবো না তাহলে সেই আল্লাহর প্রতি মাথা নত করতে আমাদের এত কৃপনতা কেন। আসুন আমরা সবাই নিয়মিত নামাজ পড়ি,হজ্ব করি, রোজা রাখি এবং যাকাত প্রদান করি। শেষে মাওলানা জাহিদুল ইসলাম উপস্থিত হাজীসহ দেশ ও দেশের মানুষের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলহাজ্ব প্রফেসর শাহজাহান আলী সরকার।