নেত্রকোনাকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণার দাবী

শহীদুল ইসলাম, মদন প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬ দুপুর
 (1)_original_1739678722.jpg)
নেত্রকোনায় ২৮ তম বসন্তকালীন সাহিত্য উৎসবে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পেয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি এবং কালের কন্ঠের সম্পাদক কবি,গদ্য শিল্পী ও সাংবাদিক হাসান হাফিজ। সাহিত্য উৎসবে নেত্রকোনাকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণার দাবী জানিয়েছেন সাংবাদিক হাসান হাফিজ
প্রতিবছরের মতো এবারও নেত্রকোনায় বসন্তবরণ,বণার্ঢ্য র্যালী, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, স্বরচিত কবিতাপাঠ,আলোচনা পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসব। নেত্রকোনা সাহিত্য সমাজ শহরের মোক্তারপাড়া বকুলতলায় এই উৎসবের আয়োজন করে।

অনুষ্ঠান মঞ্চে বিকেলে প্রধান অতিথি নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার সন্মাননা স্বারক তুলে দেন কবি, গদ্য শিল্পী ও সাংবাদিক হাসান হাফিজের হাতে।
নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি সাংবাদিক এম কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং সম্পাদক কবি তানভির জাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ঠ চিকিৎসক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক,বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,মেজর (অবঃ) আবু বকর সিদ্দিক,জেলা বিএনপির সাবে সভাপতি এডভোকেট নূরুজ্ঝামান নুরু,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু,অধ্যাপক ননী গোপাল সরকার,নেত্রকোনা নাগরিক কমিটির প্রতিনিধি ফাহিম খান পাঠান সহ অন্যরা।
এর আগে শুক্রবার সকালে অনুষ্ঠানস্থলে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক ড.আব্দুল্লাহ-আল মাসুম। বিশেষ অতিথি ছিলেন,জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মীজার্ সায়েম মাহমুদের নেতৃত্বে একটি বণার্ঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নেত্রকোনা সাহিত্য সমাজ ২৭ বছর যাবৎ নেত্রকোনার কৃতিসন্তান দুই বাংলার প্রখ্যাত সাহিত্যিক প্রয়াত খালেকদাদ চৌধুরীর নামে এই পুরস্কার দিয়ে আসছে। এই উৎসবে প্রতিবছর শিল্প সাহিত্যের বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদানের জন্য একজন কবি সাহিত্যিককে ‘খালেকদাদ চৌধুরীসাহিত্য পুরস্কার’ দেওয়া হয়।
পুরস্কার প্রাপ্তিতে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সাংবাদিক হাসান হাফিজ বলেন, যেহেতু জেলায় অনেক দেশ বরেণ্য লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বা উল সাধক জন্ম নিয়েছেন জেলা তথা দেশকে সম্মৃদ্ধ করেছেন। এ জন্য নেত্রকোনাকে সাংস্কৃতির রাজধানী ঘোষণার দাবী তুলে ধরেন তিনি এবং জেলাবাসী এ দাবীর সাথে একমত পোষণ করেন।