বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

হবিগঞ্জে স্ত্রীর ওপর অভিমান করে স্বামী-সন্তানসহ ৩ জনের আত্মহত্যা 


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৮ বিকাল

হবিগঞ্জে স্ত্রীর সাথে ঝগড়ার জেরে দুই অবুঝ সন্তানসহ বিষপানে আত্মহত্যা করেছেন আব্দুর রউফ (৩২) নামে এক ব্যক্তি।
 
বৃহস্পতিবার  দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
মৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার আব্দুর রউফ (৩২) এবং তার মেয়ে খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।
 
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আতিকপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফের প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হতো। এই ঝগড়ার জেরে বুধবার বিকেলে স্ত্রী ছোট এক সন্তানকে সাথে নিয়ে নিজের বাবার বাড়ি চলে যান।
 
বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারী) দিবাগত রাতে খাদিজা ও আয়েশা তাদের দাদীর কাছে অন্য কক্ষে ঘুমাচ্ছিল। মাঝরাতে আব্দুর রউফ তাদেরকে নিজের কক্ষে নিয়ে এসে মুখে বিষ ঢেলে দেন। পরে তিনি নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।
 
স্থানীয়রা শুক্রবার (১৪ ই ফেব্রুয়ারী) সকালে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাদিজা ও আয়েশাকে মৃত ঘোষণা করেন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় আব্দুর রউফও মারা যান।
 
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মৃতদেহ গুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত