বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

ফুলপুর পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন 


  মোতালেব সরকার

প্রকাশ :  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৬ দুপুর

ময়মনসিংহ ফুলপুর পৌর বিএনপির নব গঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। 
 
১২ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় উপজেলার গ্রীণ রোডস্থ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে তারা।
 
পৌর বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম অন্যান্য নেতৃবৃন্দ জানান ,গত ৯ ফেব্রুয়ারি রাতে ৯৯ সদস্য বিশিষ্ঠ পৌর বিএনপির কমিটি প্রকাশ হয়েছে। এতে আওয়ামী লীগের ১১ জনকে যুগ্ম আহবায়ক ও সদস্য পদে স্থান দেয়া হয়েছে। আওয়ামী দোসরদের প্রাধন্য দিয়ে কলেবর বৃদ্ধি করা হয়েছে। অনেক ত্যাগী নেতার নাম বাদ দেয়া হয়েছে। বিগত সময় আহবায়ক নিজেই আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে।এর তীব্র নিন্দা জানিয়ে বিতর্কিত কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।
 
এ সময় বিএনপি নেতা মোঃ হেলাল উদ্দিন,মোঃ দেলোয়ার হোসেন,কামরুল ইসলাম, সদরুল আমীন জুয়েল, এমামুল হক রুবেল, হানিফ উদ্দিন, আনজি লিটন, আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
 
এ ব্যাপারে পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র আমিনুল হক জানান, বিতর্কিত কোন ব্যক্তির নাম থাকলে তদন্ত করে বাতিল করা হবে। সবাইকে পদ দেয়া সম্ভব না। এ নিয়ে মান অভিমান থাকতেই পারে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত