সাবেক ছাত্রদের আয়োজনে প্রফেসর শাহানারা বেগমের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৩ দুপুর
_original_1739179915.jpg)
আনন্দ মোহন কলেজের সাবেক অধ্যাপক, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শাহানারা বেগমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর সোহাগ পার্টি সেন্টারে রসায়ন বিভাগের সাবেক ছাত্রদের আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনন্দমোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নারায়ন চন্দ্র ভৌমিক।
এইচএসটিটিআই এর উপ-পরিচালক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনন্দমোহন কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সায়মা বেগম, গাজীপুর মাদ্রাসা প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণ বিশেষজ্ঞ ড.ফজলুল হক, নেত্রকোনা সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আকবর আলী আহসান, মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, ময়মনসিংহ সরকারি কলেজের সহকারী অধ্যাপক শাকিল হোসেন, ময়মনসিংহ মহিলা কলেজের সহকারী অধ্যাপক খায়রুন নাহার স্মৃতি প্রমুখ।
সাবেক ছাত্র আরিফুজ্জামান এবং মারুফের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ছাত্র মমতাজ উদ্দিন।
সুদূর আমেরিকা থেকে রসায়ন বিভাগের সাবেক শিক্ষক রওশন আলম স্যার অনলাইনে যুক্ত হয়ে স্মৃতিচারণ করেছেন। তিনি তার বক্তব্যে বলেন একজন শিক্ষক হিসেবে জন্ম নিয়ে এবং গুযরুদয়াল, আনন্দ মোহন ও মুমিনুন্নিসা সরকারি কলেজের মতো বিশাল জায়গায় চাকরি করে শাহানা আপা সত্যিই ধন্য। তিনি ছাত্রদের এমন আয়োজনকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা অনেক বিদায় অনুষ্ঠানে গিয়েছি কিন্তু এই প্রথম দেখলাম সাবেক ছাত্ররা তাদের একজন শিক্ষকের জন্য এমন বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন করেছে৷
অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ তৈরি হয় যাকে ঘিরে অনুষ্ঠান প্রফেসর শাহানারা বেগম যখন বক্তব্য দিতে আসেন৷ তিনি বলেন আমি চাকরি জীবনে অনেকটা সময় আনন্দ মোহন কলেজে কাটিয়েছি৷ তিনি তার সকল ছাত্রছাত্রী, সহকর্মীদের নিয়ে স্মৃতিচারণ করেন। তিনি তার কর্মজীবন থেকে শুরু করে অবসরের সকল কাজকর্মে তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন আয়োজনের জন্য ধন্যবাদ দেন। তিনি তার সেইসব ছাত্রদেরও স্মরণ করেন যারা দিনরাত ব্যবহারিক পরীক্ষার জন্য ল্যাবে সময় দিয়েছেন।
সাবেক ছাত্রদের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানটির আয়োজকদের মধ্যে ছিলেন সাবেক ছাত্র মোঃ আজাহার বাশার সাদেক, জহিরুল ইসলাম, মো: কামরুজ্জামান, মো: রাসেল মিয়া, মো: আজহারুল ইসলাম, আরিফুজ্জামান।
অনুষ্ঠান মিলনায়তন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিপূর্ণ ছিল। সবাই সবার মনের গহীন থেকে স্মৃতিচারণ করেছেন।