পূর্বধলায় আলোচিত রফিকুল হত্যার মূল হোতা ৫ মাস পর গ্রেপ্তার

নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৫ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় আলোচিত রফিকুল ইসলাম হত্যা মামলার মূল হোতা হৃদয় মিয়া (২৭) কে পলাতক থাকার ৫ মাস পর গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে নারায়নগঞ্জের রুপগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হৃদয় মিয়া উপজেলার হুগলা ইউনিয়নের শিবপুর গ্রামের আবদুল কদ্দুস এর ছেলে।
মামলার বিররণ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধে ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর উপজেলার হুগলা ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে রফিকুল ইসলামের মোটরসাইকেল গতিরোধ করে দুলাল মিয়ার হুকুমে প্রতিপক্ষ হৃদয় মিয়া গং রফিকুলকে বেধড়কমারপিট করে রক্তাক্ত জখম করে হাত-পা ভেঙ্গে দেয়। জখমী রফিকুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন।
ঘটনার পরদিন নিহতের ভাই আবদুল সাত্তার বাদী হয়ে দুলাল মিয়াকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।
ঘটনার পর হত্যার মূল হোতা হৃদয় মিয়া আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় অবশেষে ৫ মাস পর গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার এসআই (পুলিশ উপ-পরিদর্শক) রাশেদ হাসান এর নেতৃত্বে প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকা থেকে হৃদয় মিয়াকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য এর আগে রফিকুল ইসলাম হত্যার প্রধান আসামী দুলাল মিয়া ও তার পুত্র মোঃ রাজিব ওরফে বাবুকে গত (১৯ অক্টোবর) গ্রেপ্তার করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন,
আজ সোমবার আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হবে।