বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

কেশবপুরে চেয়ারম্যানের কার্যালয়ে তালা


  আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর

প্রকাশ :  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১২ দুপুর

কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনের কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। রবিবার দুপুরে ইউনিয়নের বিভিন্ন এলাকার শত শত মানুষ চেয়ারম্যান আমজাদ হোসেনকে অপসারণ করার জন্য পরিষদের সামনে বিক্ষোভ করেন। পরে তারা চেয়ারম্যানের কার্যালয়ে তালা লাগিয়ে দেন।

জানা গেছে, উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনকে অপসারণ করার জন্য এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দাবি করে আসছিলেন। তারই জের ধরে রবিবার বিদ্যানন্দকাটি ইউনিয়নের বিক্ষুব্ধ মানুষ চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমজাদ হোসেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয় লাভ করেন। এর আগেও তিনি ওই ইউনিয়ন থেকে স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন।

এ ব্যাপারে চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, তিনি নিয়মিত অফিস করে থাকেন। গত বৃহস্পতিবারও অফিস করেছেন। রবিবার অফিসে যাওয়ার পথে জানতে পারি পরিষদের তার কক্ষে তালা লাগিয়ে দিয়েছেন এলাকার কতিপয় ব্যক্তিরা। বিষয়টি তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত