শেরপুরে র্যাবের হাতে হেরোইনসহ আটক- ১

রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮ রাত

শেরপুর জেলা শহরের গৃদ্দানারায়নপুর এলাকা হতে ১০৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মো. দুরুল হোদা (৩৩) কে আটক করেছে র্যাব ১৪, সিপিসি-১, জামালপুর।
৮ ফেব্রুয়ারি অনুমান পৌনে চারটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
৯ ফেব্রুয়ারি রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা (পিপিএম-সেবা) এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৪, জামালপুর ক্যাম্পের একটি দল জেলা শহরের গৃদ্দানারায়নপুর নিউমার্কেট ২য় গেইট মোড়ে থানার মোড় থেকে শেরপুর হাসপাতালগামী পাকা রাস্তার দক্ষিণপাশে যমুনা মটরস নামক গাড়ির পার্টসের দোকানের সামনে থেকে মো. নুরুল হোদা (৩৩) কে গ্রেফতার করে।
নুরুল হোদা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী গ্রামের মো. আব্দুর রশিদ এর ছেলে। এ সময় তার কাছ থেকে ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা। আইনগত ব্যবস্থা নিতে ধৃত আসামীদেরকে আলামতসহ শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।