বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

নেত্রকোণা পৌর জামায়াতের উদ্যোগে মোক্তারপাড়া ঈদগাহ মাঠ পরিচ্ছন অভিযান


  আজাদ ইমরান শরীফ

প্রকাশ :  ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৫ দুপুর

শনিবার (০৮ ফেব্রুয়ারী ২০২৫ইং) নেত্রকণা জেলার ঐতিহাসিক মোক্তারপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেত্রকোনা জেলা কর্মী সম্মেলন। নেত্রকোণা জেলার স্মরণকালের সর্ববৃহৎ কর্মী সম্মেলন ছিলো এটি। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে সারাদেশে কোন ধরনের সভা সমাবেশ করতে পারেনি বাংলাদেশ জামায়াত ইসলামী। দীর্ঘদিন পরে জেলা কর্মী সম্মেলন হওয়ায় অনুষ্ঠিত হওয়ায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে হাজার হাজার নেতাকর্মী উক্ত সম্মেলনে  যোগদান করে। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে রবিবার (০৯ ফেব্রুয়ারী ২০২৫ ইং) বাংলাদেশ জামায়াত ইসলামীর নেত্রকোনা পৌর শাখার স্বেচ্ছাসেবক টিমের উদ্যোগে মোক্তারপাড়া ঈদগাহ মাঠ এর ময়লা আবর্জনা পরিষ্কার অভিযান করা হয়। এতে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার স্বানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নেত্রকোনা পৌর প্রশাসক, আরিফুল ইসলাম সরদার, জামায়াত ইসলামীর নেত্রকোনার পৌর শাখার আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, সেক্রেটারি নজরুল ইসলাম সহ পৌর শাখার বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা।

এই সময় পৌর আমীর রফিকুল ইসলাম বলেন এই ধরনের সমাজসেবা মূলক পরিচ্ছনতার কাজ জামায়াতের উদ্যোগে পৌর শহরে চলমান থাকবে।

পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন শহরের প্রত্যেক নাগরিক যদি বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোকজনের মতো এগিয়ে আসে তাহলে এই শহর আরও সুন্দর ও পরিচ্ছন্ন করতে উনি সারাক্ষন চেষ্টা চালিয়ে যাবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত