বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

রেডলাইন-সেইফ রাইডার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপন 


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪ রাত

নেত্রকোনার পূর্বধলায় তরুণ বাইকারদের সংগঠন রেডলাইন-সেইফ রাইডার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জিগজ্যাগ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, নতুন কমিটি ঘোষণা, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির  আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার।

রেডলাইনের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম তালুকদার আনার, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন তালুকদার, যুবদলের আহ্বায়ক  বিকাশ ঘোষ, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, পূর্বধলা হেল্পলাইন এডমিন মোহাম্মদ আলী জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুর সহধর্মিণী সাফা ইশতিয়াক, যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল হেলালি, ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলেমান কবীর পাপ্পু প্রমুখ। এসময় রেডলাইনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

নতুন ৩৫ সদস্য বিশিষ্ট কমিটিতে আগামী ২ বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছে ইমতিয়াজ আহমেদ সজীব ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে সাকিব আব্দুল্লাহ।

এছাড়া ৭ সদস্য বিশিষ্ট বিশেষ পরামর্শক ফোরাম গঠন করা হয়েছে। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন রেডলাইনের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন বাসফোর।

অনুষ্ঠানে বক্তারা রেডলাইন-সেইফ রাইডার্স ক্লাবের তরুণ বাইকারদের দক্ষতা বাড়ানো, নিয়ম মেনে বাইক চালানো, প্রশিক্ষণ প্রদান, নিরাপত্তা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ইত্যাদি ছাড়াও তাদের সামাজিক, জনকল্যাণমুখী স্বেচ্ছাসেবী ও খেলাধুলাসহ বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। সংগঠনটি যেন আরও সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে এগিয়ে যেতে পারে সকলের বক্তব্যে এই আলোচনা ফুটে উঠে।

অনুষ্ঠান শেষে কেক কেটে সভাপতির সমাপনী বক্তৃতা দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত